৮ মে উন্মোচিত হবে রিয়েলমি সি৬৫

৬ মে, ২০২৪ ০২:৫৬  

বাংলাদেশের স্মার্টফোনের বাজারে রিয়েলমি ব্র্যান্ডের সি সিরিজে যুক্ত হচ্ছে নতুন ফোন। আগামী ৮ মে দুপুর ১২ টায় উন্মোচন সম্পর্কে ফেসবুক এবং ইউটিউব লাইভ স্ট্রিমিং এ রিয়েলমি সি৬৫ উন্মোচন উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। ফোনটি টানা চার বছর স্মুথলি চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে উন্মোচনের সফট ক্রিয়েটিভে।

সূত্রমতে, একই দামের অন্যান্য ব্র্যান্ডের ফোনের মধ্যে রিয়েলমি সি৬৫ একমাত্র ডিভাইস, যার রয়েছে টিইউভি-এসইউডি সার্টিফিকেশন থেকে পাওয়া সম্মানজনক জার্মান ফোর-ইয়ার স্মুদ সার্টিফিকেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ। তাদের দাবি, সি সিরিজের এই ডিভাইসটি নতুন সব পণ্যের পথিকৃৎ হিসেবে নিজের অবস্থানকে সুদৃঢ় করবে। সঙ্গে ব্র্যান্ডের মসৃণতা, চমৎকার কোয়ালিটি ও অসামান্য ডিজাইনের ধারাবাহিকতাও রক্ষা করেছে। ফলে মাঝারি পর্যায়ের বাজেটের এই ফোন এন্ট্রি লেভেলের ফোন ব্যবহারকারীদের দেবে একটি অভূতপূর্ব অভিজ্ঞতা।

সফটওয়্যার ও হার্ডওয়্যারের সূক্ষ্ম অপ্টিমাইজেশনের মাধ্যমে, রিয়েলমি অর্জন করেছে সম্মানজনক ৪৮-মাস মেয়াদী সার্টিফিকেশন।